আপনি জানেন কি?শিশুর ডেঙ্গু জ্বর হবার লক্ষণ-

. তীব্র জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথা হয়।
. মাথা ও চোখের পেছনে ব্যথা হয় ।
. প্রচণ্ড বমি বমি ভাব অথবা বমি হতে পারে।
. অতিরিক্ত ক্লান্তিবোধ হয় ও রুচি কমে যেতে পারে।
. চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *