নিউমোনিয়ার লক্ষণ

  • কাশি এবং তার সাথে হলুদ বা সবুজ রঙের শ্লেষ্মা (কফ্ )
  • শ্বাস প্রশ্বাসে কষ্ট।
  • শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যাথার অনুভূতি ।
  • শ্বাস নেওয়ার সময় বুকের ভেতরে ঘরঘর আওয়াজ।
  • শরীরে উচ্চ তাপমাত্রার জ্বর (103 F বা 39.4 C এর অপর)।
  • বুকে ব্যথা অনুভব করা। • সারা শরীরে ব্যথা অনুভূত।
  • ক্লান্তি ।
  • খাবারের অরুচি ।
  • টানা 3 সপ্তাহের বেশি কাশি হওয়া।
  • কাশির সঙ্গে রক্তপাত।
  • ফ্যাকাসে নীল শিরার দাগ দেখা যাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *