- আক্রান্ত শিশুর চোখ, জিহ্বা হলুদ হয়ে যায়। পাশাপাশি তীব্র ক্ষুধামান্দ্য, বমি, ক্লান্তি, হলুদ প্রস্রাব, ওপরের পেটে ব্যথা ইত্যাদি থাকে।
- অনেক সময় সারা শরীর চুলকায়। জন্ডিস বেশি হলে পায়খানার রং ফ্যাকাশে হতে পারে। লিভারের সংক্রমণ তীব্র হলে আক্রান্ত বাচ্চার পেটে পানিও আসতে পারে।
- তবে লিভার যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অনেক সময় বমির সঙ্গে রক্তও আসতে পারে, এমনকি অনেক সময় বাচ্চা জ্ঞানও হারায়।