শিশুদের গলায় ইনফেকশনের সমস্যা দেখা দেয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের আক্রমণে। এই ইনফেকশনের কারণেই সাধারণত গলায় ব্যথা হয়, বিশেষ করে ঢোক গিলতে অসুবিধা হয়, সঙ্গে থাকতে পারে সর্দি-কাশি অথবা জ্বরও। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে বড়দের তুলনায় তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। গলা ব্যথা দুই দিনের বেশি থাকলে শিশুরোগ চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।