নবজাতক শিশুর নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। জন্মের পর প্রায় সব নবজাতকই কম-বেশি বমি করে থাকে। অনেক সময় এই বমিই বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত খাওয়ানো, গ্যাসট্রোএনট্রাইটিস অনেক কারণেই শিশুর বমি হতে পারে। বমির সময় যদি নবজাতক শিশুর খুব কষ্ট হয়, বমি করার কিছুক্ষণ পর যদি আবার খেতে চায়, ওজন যদি না বাড়ে- তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন