তিন মাসের ছোট বয়সী শিশু বিশেষ করে নবজাতক এর জ্বর একটি গুরুত্বপূর্ণ এবং বিপদজনক সমস্যা। তবে বাবা মা অধিকাংশ ক্ষেত্রে নবজাতক এর শরীর এর স্বাভাবিক তাপমাত্রা কে জ্বর ভেবে ভুল করেন।
নবজাতকের শরীর কেন গরম থাকে চলুন জেনে নেই
নবজাতক এর শরীর ও মস্তিষ্কের বিকাশ এবং বৃদ্ধির প্রয়োজনে স্বাভাবিকভাবেই বড়দের চেয়ে তাদের বিভিন্ন অঙ্গে শারীর বৃত্তীয় কাজ অনেক বেশি হয়। একটি মেশিন যেমন কাজ করলে গরম হয়, ঠিক তেমনি নবজাতক এর শরীরে বেশি তাপ তৈরি হয়।
আরেকটি প্রশ্ন বাবা মায়েরা প্রায়ই করেন।
আমার বাবুর মাথা কেন গরম থাকে?” এটাও অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক।
ছোট শিশুদের শরীরে সবচেয়ে বেশি কাজ হয় মস্তিষ্কে বা ব্রেইনে, কারণ পাঁচ বছর বয়সের মধ্যে আমাদের মস্তিষ্কের গঠন ও বিকাশ এর শতকরা নব্বই ভাগ সম্পন্ন হয় যায়। এই বিশাল কর্ম যজ্ঞের ফলস্বরূপ তাদের সমস্ত শরীরের চেয়ে মাথা গরম থাকে বেশি। এই ব্যাখ্যা টি জানার পর নিশ্চয়ই আপনার বাচ্চার মাথা গরম নিয়ে অহেতুক মাথা ঘামাবেন না।
আরো একটি কথা আমরা হরহামেশাই শুনি। “আমার বাচ্চার রাতে জ্বর আসে”।
আসলে রাতের বেলা এমনিতেই শরীর বেশি গরম থাকে। অনেক সময় বেশি কাপড় দিয়ে জড়ানোর জন্য ও তাপমাত্রা বাড়তে পারে।তাই অনেক মায়েরাই ভাবেন যে তাদের বাচ্চার রাতের বেলা জ্বর হয়।এসব কিছু মিলিয়ে শিশুর স্বাভাবিক তাপমাত্রাকেই বেশির ভাগ সময় জ্বর বলে ভুল করা হয়। কেউ কেউ অহেতুক ফার্মেসি থেকে প্যারাসিটামল এমনকি এন্টিবায়োটিক কিনে খাওয়ানো শুরু করে দেন।
আসলে কী করতে হবে?
নবজাতক এর গায়ে জ্বর মনে হলে অবশ্যই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে হবে। জ্বর হলে তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইট বা তার বেশি হবে। আর সত্যিই যদি জ্বর হয় তবে এই জ্বরের কারণ নির্ণয় করে দ্রুত চিকিৎসা করতে হবে। তাই, জ্বর নিয়ে কোন সন্দেহ বা শংকায় অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।