শিশুর সর্দি – কাশির উপদেশ

♦ অসুস্থ শিশুকে বুকের দুধসহ স্বাভাবিক খাবার অল্প করে বার বার খেতে দিন।

♦ তরল ও পানীয় জাতীয় খাবার বেশি করে খাওয়ান।

♦ কাশির জন্য কুসুম গরম পানি, মধু, লেবুর শরবত খেতে দিন।

♦ সর্দির জন্য নাক বন্ধ হয়ে থাকলে নাক পরিস্কার করে দিন।

♦শিশুর যেন ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখুণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *