শিশুর সর্দি – কাশির উপদেশ Leave a Comment / Uncategorized / By Dr. Jahanara Perveen অসুস্থ শিশুকে বুকের দুধসহ স্বাভাবিক খাবার অল্প করে বার বার খেতে দিন। তরল ও পানীয় জাতীয় খাবার বেশি করে খাওয়ান। কাশির জন্য কুসুম গরম পানি, মধু, লেবুর শরবত খেতে দিন। সর্দির জন্য নাক বন্ধ হয়ে থাকলে নাক পরিস্কার করে দিন। শিশুর যেন ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখুণ